ইকামতের শব্দগুলো কয়বার করে উচ্চারণ করতে হবে ?

প্রশ্নঃ

আসসালামু আলাইকুম। ইকামতের শব্দগুলো কয়বার করে উচ্চারণ করতে হবে ? একবার না দুইবার দলিলসহ জানতে চাই ?

উত্তরঃ

وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ

বিলাল (রা.) শুরুতে একবার করে ইকামতের শব্দ- গুলো বলতেন। তারপর এ বিধান রহিত হয়ে দুইবার বলার বিধান আসে। অতঃপর বেলাল (রা.) মৃত্যু পর্যন্ত দুইবার করেই বলতেন। তিনি ছাড়াও রসূলুল্লাহ (ﷺ) এর মুয়াযযিন আবু মাহযুরা ও সালামা ইবনে আকওয়া (রা.)ও ইকামতের শব্দগুলো দুইবার করে বলতেন। সুতরাং ইকামতের শব্দগুলো দুইবার করে বলা উত্তম তা বলাই বাহুল্য।

حَدَّثَنَا أَصْحَابُنَا ؛ أَنَّ رَجُلاً مِنَ الأَنْصَارِ جَاءَ فَقَالَ : يَا رَسُولَ اللهِ ، إِنِّي لَمَّا رَجَعْتُ الْبَارِحَةَ وَرَأَيْتُ مِنَ اهْتِمَامِكَ ، رَأَيْتُ كَأَنَّ رَجُلاً قَائِمًا عَلَى الْمَسْجِدِ عَلَيْهِ ثَوْبَانِ أَخْضَرَانِ فَأَذَّنَ ، ثُمَّ قَعَدَ قَعْدَةً ، ثُمَّ قَامَ فَقَالَ مِثْلَهَا ، غَيْرَ أَنَّهُ قَالَ : قَدْ قَامَتِ الصَّلاَةُ

১.অর্থ: ইবনে আবী লায়লা (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের উস্তাদগণ (সাহাবীগণ) আমাদের নিকট বর্ণনা করেছেন যে, আনসার গোত্রের জনৈক ব্যক্তি এসে বললেন, হে আল্লাহর রাসূল! গতকাল যখন আমি ফিরে গেলাম এবং আপনার পেরেশানী দেখলাম, তখন আমি স্বপ্নে দেখলাম একজন লোক যেন মসজিদে দাঁড়িয়ে আছে। তার পরিধানে ছিল সবুজ রং এর দুটি কাপড়। তিনি আযান দিলেন। পরে একটু বসলেন। অতঃপর আবার দাঁড়ালেন এবং আগের মতোই বললেন। শুধু এবার কদ কমাতিস সলাহ বেশি বললেন। (মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস নং ২১৩৭, সুনানে আবু দাউদ, হাদীস নং ৫০৬ হাদীসের মান: সহীহ)

قَالَ وَعَلَّمَنِي الإِقَامَةَ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ ” اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ حَىَّ عَلَى الصَّلاَةِ حَىَّ عَلَى الصَّلاَةِ حَىَّ عَلَى الْفَلاَحِ حَىَّ عَلَى الْفَلاَحِ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ ” . وَقَالَ عَبْدُ الرَّزَّاقِ ” وَإِذَا أَقَمْتَ الصَّلاَةَ فَقُلْهَا مَرَّتَيْنِ قَدْ قَامَتِ الصَّلاَةُ قَدْ قَامَتِ الصَّلاَةُ ”

২.অর্থ: আবু মাহযুরা (রা.) বলেন, রাসূল (ﷺ) আমাকে ইকামতের মধ্যে প্রতিটি শব্দ দুই-দুইবার করে বলা শিখিয়েছেন। আল্লাহু আকবার দুইবার; আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার; আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ্ দুইবার; হাইয়া আলাস্-সালাহ্ দুইবার; হাইয়া আলাল-ফালাহ্ দুইবার; আল্লাহু আকবার দুইবার; লা ইলাহা ইল্লাল্লাহ্- একবার রাবী আব্দুর রাযযাক বলেন, যখন নামাযের জন্য ইকামত দিবে তখন কদ কমাতিস-সলাহ্ শব্দটি দুইবার বলবে। (সুনানে আবু দাউদ হাদীস নং ৫০১ হাদীসের মান: সহীহ)

عَبْدَ اللهِ بْنَ مُحَيْرِيزٍ حَدَّثَهُ أَنَّ أَبَا مَحْذُورَةَ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَّمَهُ الْإِقَامَةَ سَبْعَ عَشْرَةَ كَلِمَةً

৩.অর্থ: আবু মাহযুরা (রা.) বলেন, নিশ্চয় রসূলুল্লাহ (ﷺ) আমাকে সতের শব্দে ইকামত দিতে শিক্ষা দিয়েছেন। (তাহাবী শরীফ হাদীস নং ৮৩১ সুনানে আবু দাউদ হাদীস নং ৫০২ সুনানে ইবনে মাজাহ হাদীস নং ৭০৯ সুনানে তিরমিযী হাদীস নং ১৯২ হাদীসের মান: সহীহ)

حَدَّثَنَا أَصْحَابُ مُحَمَّد صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؛ أَنَّ عَبْدَ اللهِ بْنَ زَيْدٍ الأَنْصَارِيَّ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَقَالَ : يَا رَسُولَ اللهِ ، رَأَيْتُ فِي الْمَنَامِ كَأَنَّ رَجُلاً قَامَ وَعَلَيْهِ بُرْدَانِ أَخْضَرَانِ عَلَى جِذْمَةِ حَائِطٍ ، فَأَذَّنَ مَثْنَى ، وَأَقَامَ مَثْنَى ، وَقَعَدَ قَعْدَةً ، قَالَ : فَسَمِعَ ذَلِكَ بِلاَلٌ ، فَقَامَ فَأَذَّنَ مَثْنَى ، وَأَقَامَ مَثْنَى ، وَقَعَدَ قَعْدَةً.

৪.অর্থ: আব্দুর রাহমান ইবনে আবী লায়লা (রহ.) বলেন, মুহাম্মদ (ﷺ) এর সাহাবীগণ আমাদের নিকট বর্ণনা করেছেন যে, আব্দুল্লাহ ইবনে যায়েদ আল আনসারী (রা.) নবী রাসুল (ﷺ) এর নিকট আসলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল! আমি স্বপ্নে দেখলাম, এক ব্যক্তি যার পরনে ছিল সবুজ রং এর চাদর ও লুঙ্গি, যেন দেয়ালের এক পাশে দাঁড়িয়ে জোড়া জোড়া শব্দে আযান দিলেন এবং ইকামতও দিলেন জোড়া জোড়া শব্দে। আর (আযান ও ইকামতের মাঝখানে) কিছু‏ক্ষণ বসে রইলেন। তিনি বলেন, পরে বিলাল (রা.) তা শুনলেন এবং তিনিও জোড়া জোড়া শব্দে আযান দিলেন এবং জোড়া জোড়া শব্দে ইকামত দিলেন। আর (আযান ও ইকামতের মাঝখানে) একটু বসলেন। (ইবনে আবী শায়বা, আল মুসান্নাফ, হাদীস নং ২১৩১,সহীহ ইবনে খুযাইমা হাদীস নং ৩৮০)

তাহকীক: ইবনে হাযম রহ. বলেছেন, এ হাদীসটির সনদ সর্বোচ্চ মানের সহীহ। আলাউদ্দীন মারদীনী রহ. বলেছেন এটি সহীহ হাদীসের মানোত্তীর্ণ। শুয়াইব আরনাউত (রহ.) বলেছেন, এর সনদ সহীহ।(তাখরীজু সিয়ারে আলামিন নুবালা ৯/৭)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ. إِنَّمَا يُؤْخَذُ بِالْآخِرِ فَالْآخِرِ مِنْ فِعْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

৫.অর্থ: আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত যে, রসূলুল্লাহ (ﷺ) এর আমলের মধ্যে সর্বশেষ আমলই গ্রহণীয়। (সহীহ বুখারী, হাদীস নং ৬৮৯ হাদীসের মান: সহীহ)

মোটকথা ইকামতের শব্দগুলো অবিকল আযানেরই মত জোড়া জোড়া হবে। তবে ইকামতের মোট বাক্য হবে ১৭টি আর আযানের মোট বাক্য হবে ১৫টি। অর্থাৎ ইকামতে অতিরিক্ত দুইবার “কদ কমাতিস সলাহ” বলতে হবে। এই অতিরিক্ত বাক্য “হাইয়া আলাল ফালাহ” বলার পর যুক্ত করতে হবে।

وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর লিখনে: মো. ইব্রাহিম খলিল।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *