আলেমদেরকে গালিগালাজ করলে ঈমান থাকবে কী ?

প্রশ্নঃ

আসসালামু আলাইকুম! মুফতী সাহেবের কাছে জানতে চাই কেউ যদি আলেমদেরকে গালিগালাজ করে তাহলে তার ঈমান থাকবে কী ?

উত্তরঃ

وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ

গালি গালাজ করা একটি অত্যন্ত খারাপ ও নিন্দনীয় কাজ। আলেম হোক কিংবা গায়রে আলেম যে কাউকেই গালি দেওয়া নাজায়েয এবং ফাসেকী কাজ। কেউ যদি ব্যক্তিগত শত্রুতার কারণে কোন আলেমকে গালি দেয়, এতে কুফরী হবে না কিন্তু মারাত্মক গোনাহ হবে। কিন্তু কেউ যদি কোন আলেমকে শুধু আলেম হওয়া কারণে তাকে গালি দেয় এবং তার সাথে শত্রুতা পোষণ করে। তাহলে এতে তার কুফরী হবে এবং তার ঈমান ও বিবাহ নবায়ন করতে হবে। উক্ত ব্যক্তি যদি তওবা না করে তাহলে তার ঈমানের সাথে মৃত্যু হবে কিনা প্রবল সন্দেহ আছে। আর ঈমানের সাথে মৃত্যু না হলে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে।

وَمَنْ يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآَخِرَةِ مِنَ الْخَاسِرِينَ

১.অর্থ: যে ব্যক্তি ঈমান আনার পর কুফরী করে তার সকল আমল বাতিল হয়ে যায়। আর সে আখেরাতে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। (সূরা মায়েদা: আয়াত নং ৫)

اِنَّ اللّٰهَ یَاۡمُرُ بِالۡعَدۡلِ وَ الۡاِحۡسَانِ وَ اِیۡتَآیِٔ ذِی الۡقُرۡبٰی وَ یَنۡهٰی عَنِ الۡفَحۡشَآءِ وَ الۡمُنۡکَرِ وَ الۡبَغۡیِ

২.অর্থ: নিশ্চয় আল্লাহ ন্যায় পরায়ণতা, সদাচার ও নিকট আত্মীয়দের দান করার আদেশ দেন এবং তিনি আশ্লীলতা, মন্দ কাজ ও সীমালঙ্ঘন করতে নিষেধ করেন। (সূরা নাহাল: আয়াত নং ৯০)

عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم”‏ سِبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ، وَقِتَالُهُ كُفْرٌ

৩.অর্থ: আব্দুল্লাহ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুসলমানকে গালি দেওয়া ফাসিকী এবং তাকে হত্যা করা কুফুরী। (সহীহ বুখারী হাদীস নং ৬০৪৪ সহীহ মুসলিম, হাদীস নং ১২৪ হাদীসের মান: সহীহ)

عَنْ أَبِي الدَّرْدَاءِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ إِنَّ اللَّهَ لَيَبْغَضُ الْفَاحِشَ الْبَذِيءَ

৪.অর্থ: আবুদ দারদা (রা.) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেনঃ আল্লাহ তা’আলা অশ্লীল এবং কটুভাষীকে অবশ্যই ঘৃণা করেন। (সুনানে তিরমিযী হাদীস নং ২০০৮ মিশকাতুল মাসাবীহ, হাদীস নং ৫০৮১ হাদীসের মান: সহীহ)

عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ ،أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ” لَيْسَ مِنْ أُمَّتِي مَنْ لَمْ يُجِلَّ كَبِيرَنَا، وَيَرْحَمْ صَغِيرَنَا، وَيَعْرِفْ لِعَالِمِنَا

৫.অর্থ: উবাদা ইবনে সামিত (রা.) থেকে বর্ণিত, রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যে আমাদের বড়দের (মুরুব্বিগণের) শ্রদ্ধা করে না, ছোটদের স্নেহ বা সহানুভূতি প্রদর্শন করে না এবং আমাদের আলেমগণের যথাযথ সম্মান প্রদর্শন করে না। (মুসনাদ আহমদ, হাদীস নং ২২৭৫৫ হাদীসের মানঃ হাসান)

وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَابْ
উত্তর প্রদানে-মুহাম্মদ রহমতুল্লাহ।
শিক্ষার্থীঃ মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শায়েখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *