আযান মসজিদের ভিতরে দিতে হবে নাকি বাইরে ?

প্রশ্নঃ

আসসালামু আলাইকুম!আযান মসজিদের ভিতরে দিতে হবে নাকি বাইরে ? কোথাও মসজিদের ভিতরে মাইকে দেওয়া হয় আবার কোথাও মিনারে দেওয়া হয় আসলে কোনটি সঠিক ?

উত্তরঃ

وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ

আগে মসজিদের বাইরে অথবা মিনারে দাঁড়িয়ে আযান দেয়া হতো। যাতে করে আযানের ধ্বনি দূর-দূরান্তের মুসল্লীদের কাছে পৌঁছে যায়। এখন যেহেতু মাইকের সাহায্যে সেই প্রয়োজন পূরণ হয়ে যাচ্ছে। তাই বর্তমানে মসজিদের ভিতরে যে কোন স্থানে দাঁড়িয়েও আযান দেওয়া যাবে। তবে কোথাও যদি মাইকের ব্যবস্থা না থাকে তাহলে মসজিদের বাইরে উঁচু স্থানে দাঁড়িয়ে আযান দিতে হবে। যাতে করে দূরবর্তী মানুষের কাছেও আযানের আওয়ায পৌঁছে যায়।

عَنِ امْرَأَةٍ، مِنْ بَنِي النَّجَّارِ قَالَتْ كَانَ بَيْتِي مِنْ أَطْوَلِ بَيْتٍ حَوْلَ الْمَسْجِدِ وَكَانَ بِلاَلٌ يُؤَذِّنُ عَلَيْهِ الْفَجْرَ

১.অর্থ: নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবী থেকে বর্ণিত। তিনি বলেন, মসজিদে নববীর নিকটবর্তী ঘরসমূহের মধ্যে আমার বাড়ী ছিল সুউচ্চ। বিলাল (রা.) সেখানে উঠে ফজরের আযান দিতেন। (সুনানে আবু দাউদ, হাদীস নং ৫১৯ হাদীসের মান: হাসান)

فَقَالَ إِنَّهَا لَرُؤْيَا حَقٌّ إِنْ شَاءَ اللَّهُ فَقُمْ مَعَ بِلاَلٍ فَأَلْقِ عَلَيْهِ مَا رَأَيْتَ فَلْيُؤَذِّنْ بِهِ فَإِنَّهُ أَنْدَى صَوْتًا مِنْكَ

২.অর্থ: নবী (ﷺ) বলেছেন এটা অবশ্যই সত্য স্বপ্ন। অতঃপর তিনি বলেন, তুমি বিলালকে ডেকে তোমার সাথে নাও এবং তুমি যেরূপ স্বপ্ন দেখেছ- তদ্রূপ তাকে শিক্ষা দাও যাতে সে (বিলাল) ঐরূপে-আযান দিতে পারে। কেননা তাঁর কন্ঠস্বর তোমার স্বরের চাইতে অধিক উচ্চ। (সুনানে আবু দাউদ হাদীস নং ৪৯৯ সুনানে ইবনে মাজাহ হাদীস নং ৭০৬ হাদীসের মান: হাসান)

سَائِبَ بْنَ يَزِيدَ، يَقُولُ: «إِنَّ الأَذَانَ يَوْمَ الجُمُعَةِ كَانَ أَوَّلُهُ حِينَ يَجْلِسُ الإِمَامُ، يَوْمَ الجُمُعَةِ عَلَى المِنْبَرِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبِي بَكْرٍ، وَعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، فَلَمَّا كَانَ فِي خِلاَفَةِ عُثْمَانَ بْنِ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، وَكَثُرُوا، أَمَرَ عُثْمَانُ يَوْمَ الجُمُعَةِ بِالأَذَانِ الثَّالِثِ، فَأُذِّنَ بِهِ عَلَى الزَّوْرَاءِ، فَثَبَتَ الأَمْرُ عَلَى ذَلِكَ»

৩.অর্থ: সায়িব ইবনে ইয়াযীদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ), আবু বকর (রা.)
এবং উমর (রা.) এর যুগে জুম’আর দিন ইমাম যখন মিম্বরের উপর বসতেন, তখন প্রথম আযান দেওয়া হত। এরপর যখন উসমান (রা.) এর খিলাফতের সময় এলো এবং লোকসংখ্যা বৃদ্ধি পেল, তখন উসমান (রা.) জুম’আর দিন তৃতীয় আযানের নির্দেশ দেন। ‘যাওরা’ নামক স্থান থেকে এ আযান দেওয়া হয়, পরে এ আযান অব্যাহত থাকে। (সহীহ বুখারী, হাদীস নং ৯১৬ সুনানে আবু দাউদ, হাদীস নং ১০৮৭ হাদীসের মান: সহীহ)

উপরোক্ত হাদীসগুলো দ্বারা জানতে পারলাম যে, মসজিদের বাইরে উঁচু স্থানে দাঁড়িয়ে আযান দেওয়া সুন্নত। আর উঁচু স্থানে দাঁড়িয়ে আযান দেওয়ার মূল কারণ হলো আযানের ধ্বনি দূর-দূরান্তে পৌঁছে দেওয়া। বর্তমান যুগে মাইকের সাহায্যে যেহেতু আযানের আওয়ায পরিপূর্ণ ভাবে মানুষের কাছে পৌঁছে যায়। তাই এখন বাইরে গিয়ে আযান দেওয়ার বাধ্যবাধকতা নেই। অবশ্য কোন মসজিদে যদি মাইকের ব্যবস্থা না থাকে অথবা বিদ্যুৎ চলে যায়। তাহলে মসজিদের বাইরে কোন উচু স্থানে বা মিনারে আযান দেওয়াই উত্তম হবে।

وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর প্রদানে- নাঈম আহমদ।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *