প্রশ্নঃ
আসসালামু আলাইকুম! যখন আযানে হাইয়া আলাস সলাহ বলা হবে তখন ডান দিকে মুখ ঘুরানো। আর যখন হাইয়া আলাল ফালাহ বলা হবে তখন বাম দিকে মুখ ঘুরানো। কতটুকু শরীয়ত সম্মত জানতে চাই ?
উত্তরঃ
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
শুধু আযান নয় ইকামত দেওয়ার সময়ও যখন হাইয়া আলাস-সলাহ বলা হবে তখন ডান দিকে আর যখন হাইয়া আলাল ফালাহ বলা হবে তখন বাম দিকে মুখ ঘুরানো সর্বাবস্থায় সুন্নত। চাই একাকী নামাযের আযানে হোক কিংবা জামাতের নামাযের আযানে। এমনকি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যে আযান ইকামত দেওয়া হয় সেখানেও ডানে বামে মুখ ঘুরানো সুন্নত। কারণ আযান ও ইকামত উভয়টিকেই হাদীসে আযান বলা হয়েছে তাই উভয় স্থানে মুখ ঘুরাতে হবে। কিন্তু মুখ ঘুরানোর সময় বুক ও পা কিবলার দিক থেকে ঘুরানো যাবে না।
عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم بِمَكَّةَ وَهُوَ فِي قُبَّةٍ حَمْرَاءَ مِنْ أَدَمٍ فَخَرَجَ بِلاَلٌ فَأَذَّنَ فَكُنْتُ أَتَتَبَّعُ فَمَهُ هَا هُنَا وَهَا هُنَا . قَالَ ثُمَّ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَعَلَيْهِ حُلَّةٌ حَمْرَاءُ بُرُودٌ يَمَانِيَةٌ قِطْرِيٌّ . وَقَالَ مُوسَى قَالَ رَأَيْتُ بِلاَلاً خَرَجَ إِلَى الأَبْطَحِ فَأَذَّنَ فَلَمَّا بَلَغَ حَىَّ عَلَى الصَّلاَةِ حَىَّ عَلَى الْفَلاَحِ . لَوَى عُنُقَهُ يَمِينًا وَشِمَالاً وَلَمْ يَسْتَدِرْ
১.অর্থ: আওন ইবনে আবু জুহায়ফা থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি মক্কাতে
নবী (ﷺ)-এর খিদমতে আগমন করি ঐ সময়
তিনি একটি চামড়ার তৈরি লাল তাবুর মধ্যে অবস্থান করছিলেন। ঐ সময় বিলাল (রা.) বের হয়ে আযান দেওয়ার সময় যেরূপ তার মুখমণ্ডল এদিক ওদিক ঘুরিয়েছিলেন- আমিও তদ্রূপ ঘুরাচ্ছিলাম। বর্ণনাকারী বলেন, অতঃপর রসূলুল্লাহ্ (ﷺ) এমন অবস্থায় বাইরে আসেন যে, তার গায়ে একটি ইয়েমেনী ডোরা কাটা চাঁদর ছিল। বর্ণনাকারী মুসা বলেন, আমি বিলাল (রা.)-কে আবতাহ্ নামক স্থানের দিকে বাইরে গিয়ে আযান দিতে দেখেছি। তিনি যখন হাইয়া আলাস-সলাহ্ ও হাইয়া আলাল- ফালাহ্ শব্দদ্বয়ে পৌঁছান তখন তিনি তার কাঁধ ডান ও বাম দিকে ফিরান কিন্তু শরীর ঘুরান নাই। (সহীহ মুসলিম হাদীস নং ৫০৩ সুনানে আবু দাউদ হাদীস নং ৫২০ হাদীসের মান: সহীহ)
أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، «أَنَّهُ رَأَى بِلاَلًا يُؤَذِّنُ فَجَعَلْتُ أَتَتَبَّعُ فَاهُ هَا هُنَا وَهَهُنَا بِالأَذَانِ»
২.অর্থ: আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত যে,
তিনি বিলাল (রাযিঃ) কে আযান দিতে দেখেছেন। (এরপর তিনি বলেন) তাই আমি তাঁর (বিলালের) ন্যায় আযানের মাঝে মুখ এদিক সেদিক (ডানে-বামে) ফিরাই। (সহীহ বুখারী হাদীস নং ৬৩৪ হাদীসের মান: সহীহ)
أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَخَرَجَ بِلاَلٌ فَأَذَّنَ فَجَعَلَ يَقُولُ فِي أَذَانِهِ هَكَذَا يَنْحَرِفُ يَمِينًا وَشِمَالاً
৩.অর্থ: আবু জুহায়ফা (রা.) থেকে বর্থিত। তিনি বলেন, আমি নবী (ﷺ) এর নিকট উপস্থিত হলাম। তখন বিলাল (রা.) বের হলেন এবং আযান দিলেন। তিনি আযান দেয়ার সময় ডানদিকে এবং বামদিকে এভাবে মুখ ফিরালেন। (সুনানে নাসাঈ হাদীস নং ৬৪৩ হাদীসের মান: সহীহ)
উল্লেখিত সহীহ হাদীস-সমূহের আলোকে আমরা জানতে পারলাম যে, হাইয়া আলাস-সলাহ এবং হাইয়া আলাল ফালাহ বলার সময় মুখ ডানে ও বামে ঘুরানো সুন্নত। তবে মুখ ঘুরানোর সময় যেন বুক ও পা কিবলা হতে ঘুরে না যায় এদিকে লক্ষ্য রাখতে হবে।
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর লিখনে- মুহাম্মদ আশরাফুল ইসলাম।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply