আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে কি দুআ কবুল হয় ?

প্রশ্নঃ

আসসালামু আলাইকুম। শাইখ আমি শুনেছি আযান ও ইকামতের মাঝে দু’আ করলে দু’আ কবুল হয় এই কথাটি কি সহীহ ?

উত্তরঃ

وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ

যে কোন প্রতিকূল পরিস্থিতিতে নিজের অক্ষমতা প্রকাশ করে, দু’আর আদব ঠিক রেখে দু’আ করলে আল্লাহ দু’আ কবুল করেন। তবে হাদীসে কিছু বিশেষ সময়ের কথা উল্লেখ রয়েছে। যখন দুআ করলে কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সে সময়ের মধ্যে একটি হলো আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দু’আ। তাই এই সময়ে দুনিয়া আখেরাতের কল্যাণ কামনা করে মহান আল্লাহ তায়ালার নিকট দু’আ করা উচিত।

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” لاَ يُرَدُّ الدُّعَاءُ بَيْنَ الأَذَانِ وَالإِقَامَةِ ”

১.অর্থ: আনাস ইবনে মালিক (রা.) হতে বর্ণিত।
তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দু’আ কখনো ফিরিয়ে দেয়া হয় না (অর্থাৎ দু’আ কবুল করা হয়)। (সুনানে আবু দাউদ, হাদীস নং ৫২১ সুনানে তিরমিযী, হাদীস নং ২১২ হাদীসের মান: সহীহ)

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : ” ثِنْتَانِ لاَ تُرَدَّانِ، أَوْ قَلَّمَا تُرَدَّانِ : الدُّعَاءُ عِنْدَ النِّدَاءِ، وَعِنْدَ الْبَأْسِ حِينَ يُلْحِمُ بَعْضُهُمْ بَعْضًا ”

২.অর্থ: সাহল ইবনে সা‘দ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ দুই সময়ের দু’আ (কবুল না হয়ে) ফেরত আসে না। ১. আযানের সময়ের দু’আ ২. যুদ্ধের সময়ের দু’আ, যখন একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকে। (সুনানে আবু দাউদ, হাদীস নং ২৫৪০ হাদীসের মান: সহীহ)

উক্ত হাদীসগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম যে আযান ও ইকামতের মাঝে দু’আ কবুল হওয়ার বিষয়টি শরীয়ত সম্মত। এটা কোন মনগড়া কথা নয় বরং সহীহ হাদীস দ্বারা প্রমাণিত একটি আমল। সুতরাং আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে গুরুত্বসহকারে দুআ করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে যথাযথভাবে আল্লাহ তাআলার কাছে দুআ করার তাওফীক দান করুন আমীন।

وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর লিখনে: আমিরুল মোশাররফ।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *