প্রশ্নঃ
আসসালামু আলাইকুম। শাইখ আমরা দেখি আযান শুরু হলেই কুকুর ঘেউ ঘেউ করে ডাকাডাকি করে। বিশেষ করে আযানের সময় কেন কুকুর এমন করে জানালে চিরকৃতজ্ঞ থাকবো।
উত্তরঃ
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
আমরা প্রায় দেখতে পাই মসজিদের মিনার থেকে যখন আযানের ধ্বনি ভেসে আসে তখন কুকুর ঘেউ ঘেউ করে ডাকাডাকি করে। এটা মূলত শয়তানের ভীত সন্ত্রস্ত পলায়ন দেখে করে। কারণ আযানের আওয়ায শয়তান সহ্য করতে পারে না। এই কারণে শয়তান বায়ু ত্যাগ করতে করতে পলায়ন করে।
যার বিস্তারিত বিবরণ রসূলুল্লাহ (ﷺ) হাদীসেও বলেছেন। বর্তমানে আধুনিক বিজ্ঞানও এ কথা
বলে যে, কুকুরের ঘ্রাণ ও দৃষ্টি শক্তি প্রখর। এ জন্যেই দেখা যায় যে, কুকুর দিয়ে বিভিন্ন জায়গায় গোয়েন্দাগিরির কাজ করানো হয়। একটু ঘ্রাণ নিয়ে তারা বুঝতে পারে যে,কোন দিকে অপরাধী গিয়েছে বা কোথায় অবস্থান করছে। সুতরাং আযানের সময় যেহেতু শয়তান এদিক সেদিক ছোটাছুটি করে।
তাই কুকুর শয়তানকে দেখে ঘেউ ঘেউ করে। তখন আমাদের উচিত হলো ভিন্ন কিছু না করে আউযুবিল্লাহ পড়া। কারণ এটাই রাসূলুল্লাহ (ﷺ) এর সহীহ হাদীস দ্বারা প্রমাণিত।
عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” إِذَا نُودِيَ لِلصَّلاَةِ أَدْبَرَ الشَّيْطَانُ، وَلَهُ ضُرَاطٌ، حَتَّى لاَ يَسْمَعَ التَّأْذِينَ، فَإِذَا قَضَى النِّدَاءَ أَقْبَلَ، حَتَّى إِذَا ثُوِّبَ بِالصَّلاَةِ أَدْبَرَ، حَتَّى إِذَا قَضَى التَّثْوِيبَ أَقْبَلَ، حَتَّى يَخْطِرَ بَيْنَ المَرْءِ وَنَفْسِهِ، يَقُولُ: اذْكُرْ كَذَا، اذْكُرْ كَذَا، لِمَا لَمْ يَكُنْ يَذْكُرُ حَتَّى يَظَلَّ الرَّجُلُ لاَ يَدْرِي كَمْ صَلَّى ”
১.অর্থ: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেন,যখন নামাযের জন্য আযান দেওয়া হয়, তখন শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পলায়ন করে, যাতে সে আযানের শব্দ না শুনে। যখন আযান শেষ হয়ে যায়, তখন সে আবার ফিরে আসে। আবার যখন নামাযের জন্য ইকামত বলা হয়, তখন আবার দূরে সরে যায়। ইকামত শেষ হলে সে পুনরায় ফিরে এসে মানুষের মনে কুমন্ত্রণা দেয় এবং বলে এটা স্মরণ কর, ওটা স্মরণ কর, বিস্মৃত বিষয়গুলো সে মনে করিয়ে দেয়। এভাবে লোকটি এমন পর্যায়ে পোঁছে যে, সে কয় রাকাত নামায আদায় করেছে তা মনে করতে পারে না। (সহীহ বুখারী হাদীস নং ৬০৮ সুনানে নাসাঈ ৬৭০ হাদীসের মান: সহীহ)
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” إِذَا سَمِعْتُمْ نُبَاحَ الْكِلاَبِ وَنَهِيقَ الْحُمُرِ بِاللَّيْلِ فَتَعَوَّذُوا بِاللَّهِ فَإِنَّهُنَّ يَرَيْنَ مَا لاَ تَرَوْنَ ”
২.অর্থ: জাবের ইবনে আব্দুল্লাহ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা রাতে যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ ও গাধার ডাক শুনবে, তখন তোমরা আল্লাহর কাছে পানাহ চাবে তথা আউযুবিল্লাহ বলবে। কেননা, তারা যা দেখে, তোমরা তা দেখ না। (সুনানে আবু দাউদ হাদীস নং ৫১০৩ হাদীসের মান: সহীহ)
সারকথা হলো আযান শুরু হলেই কুকুর ঘেউ ঘেউ করে শয়তানকে পলায়নরত দেখে। কারণ কুকুর অপরিচিত কাউকে দেখলেই ডাকতে থাকে তাই শয়তানকে দেখেও একই ভাবে ডাকতে থাকে।
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর লিখনে-মুহাম্মাদ উবায়দুল্লাহ।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply