প্রশ্নঃ
আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো আযানের সময় কানের উপর আঙ্গুল রাখলেই চলবে নাকি দুই কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিতে হবে ?
উত্তরঃ
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
আযানের সময় কানের উপর আঙ্গুল রাখার সাথে সাথে দুই কানের ভিতরে শাহাদাত আঙ্গুল প্রবেশ করানো সুন্নত। কেননা এটা আযানের আওয়াযকে বুলন্দ করে। তবে কেউ যদি আঙ্গুল না প্রবেশ করিয়ে শুধু কানের উপর আঙ্গুল রেখে দেয়। তাহলেও আযান সহীহ হয়ে যাবে কিন্তু সুন্নতের খেলাফ হবে। তবে পুনরায় আর আযান দিতে হবে না।
قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِالأَبْطَحِ وَهُوَ فِي قُبَّةٍ حَمْرَاءَ فَخَرَجَ بِلاَلٌ فَأَذَّنَ فَاسْتَدَارَ فِي أَذَانِهِ وَجَعَلَ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ .
১.অর্থ: আবু জুহায়ফা (রা.) বলেন, আমি আল- আবতাহ (মিনা) নামক উপত্যকায় রসূলুল্লাহ (সা.) এর নিকট এলাম। তিনি তখন একটি লাল তাঁবুর মধ্যে অবস্থান করছিলেন। বিলাল বেরিয়ে এসে আযান দিলেন। আযান দেয়ার সময় তিনি এদিক-সেদিক তার মুখ ফিরান এবং তার দুই কানের ছিদ্রে তার দুই (শাহাদাত) আঙ্গুল প্রবেশ করান। (সুনানে ইবনে মাজাহ হাদীস নং ৭১১ হাদীসের মান: সহীহ)
عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ بِلاَلاً يُؤَذِّنُ وَيَدُورُ وَيُتْبِعُ فَاهُ هَا هُنَا وَهَا هُنَا وَإِصْبَعَاهُ فِي أُذُنَيْهِ
২.অর্থ: আবু জুহায়ফা (রা.) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন আমি বিলাল (রা.) কে দেখেছি তিনি আযান দিচ্ছিলেন এবং (হায়্যা আলা বলার সময়) ঘুরছিলেন আর তিনি এদিকে এবং ওদিকে তাঁর মুখ ফিরাচ্ছিলেন। তাঁর দুই আঙ্গুল ছিল তাঁর দুই কানে। (সুনানে তিরমিযী, হাদীস নং ১৯৭ হাদীসের মান: সহীহ)
উল্লেখিত হাদীসের আলোকে আমরা বুঝতে পারলাম যে, আযানের সময় কানের ভিতরে আঙ্গুল প্রবেশ করানো সুন্নত। তবে মুয়াযযিন যদি আযানের সময় শুধু কানের উপর আঙ্গুল রেখে দেয় কানের ভিতরে শাহাদাত আঙ্গুল প্রবেশ না করায়। তাহলে তার আযান হয়ে যাবে তবে আযান সুন্নতের খেলাফ হবে। অবশ্য আযানের আওয়ায উঁচু ও বুলন্দ করতে হলে আযানের সময় কানে আঙ্গুল দেওয় উচিত।
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর লিখনে- মুহাম্মদ মাসুদুর রহমান।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply